করিমগঞ্জ (অসম) ৩০ জানুয়ারি (হি.স.) : পাওয়ার গ্রিড কর্পোরেশন একটি সমঝোতা স্মারক বা মউ স্বাক্ষরের মাধ্যমে করিমগঞ্জ জেলা স্বাস্থ্য সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সাথে একটি অর্থপূর্ণ অংশীদারিত্ব লাভ করেছে। আজ মঙ্গলবার করিমগঞ্জের জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১ টায় এই মউ স্বাক্ষরিত হয়। এই সহযোগিতা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার কল্যাণে, পাওয়ার গ্রিড কর্পোরেশনের অটল অঙ্গীকার প্রতিফলিত করে। এতে পাওয়ার গ্রিড কর্পোরেশন জেলায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পরিকাঠামো উন্নয়নের জন্য স্বাস্থ্য বিভাগকে সহায়তা করছে। এদিনের সমঝোতা স্মারক বা মউ স্বাক্ষর অনুষ্ঠানে পাওয়ার গ্রিড কর্পোরেশনের পক্ষে জেনারেল ম্যানেজার (এইচআর) এম থানভির, ডেপুটি জেনারেল ম্যানেজার এস আর মোহনাচারিয়া ও চিফ ম্যানেজার এন মনতোষ সিংহ এবং জেলা স্বাস্থ্য সমিতির পক্ষে করিমগঞ্জের জেলা আয়ুক্ত তথা জেলা স্বাস্থ্য সমিতির চেয়ারম্যান মৃদুল যাদব, স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি মিনার্ভা দেবী আরামবাম, সহকারি কমিশনার রংবামন টেরং, স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক রাজিব বরুয়া, ডিএমই সুমন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে পাওয়ার গ্রিড কর্পোরেশন কর্পোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর স্কিমে সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণে করিমগঞ্জের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পরিকাঠামোগত উন্নয়নের জন্য এই সহায়তা প্রদান করছে। এই সহযোগিতার মাধ্যমে পাওয়ার গ্রিড কর্পোরেশনের লক্ষ্য স্বাস্থ্যসেবা সুবিধার উন্নতিতে অবদান রাখা, সামাজিক দায়বদ্ধতার প্রতি তার উৎসর্গকে শক্তিশালী করা। পাওয়ার গ্রিড কর্পোরেশন এবং করিমগঞ্জ জেলা স্বাস্থ্য সমিতি এই সহযোগিতা করিমগঞ্জের স্বাস্থ্যসেবা পরিকাঠামোতে যে রূপান্তরমূলক ফলাফল আনবে এবং জনগণের জন্য উন্নত স্বাস্থ্যে সেবা প্রদান করা সম্ভব হবে সে বিষয়ে আশাবাদী। এই সমঝোতার স্বাক্ষরের মাধ্যমে পাওয়ার গ্রিড কর্পোরেশন করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগকে ২ কোটি ৮০ লক্ষ ৮২ হাজার ৭৪৯ টাকা প্রদান করছে।