এএফসি এশিয়ান কাপ : আমিরশাহীকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তান

রিয়াদ, ২৯ জানুয়ারি (হি.স.): এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের আসর এএফসি এশিয়ান কাপে এবার তাজিকিস্তান যা করছে তাকে রূপকথা বলা যায়! ফিফা র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলটি প্রথমবার খেলতে এসেই যে একের পর এক চমক দেখিয়ে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। কাতারে এএফসি এশিয়ান কাপের রাউন্ড অব সিক্সটিনের খেলায় সংযুক্ত আরব আমিরশাহীকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আসরের চমক জাগানো দল তাজিকিস্তান। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা শেষে ১-১ গোলে খেলা সমতায় থাকলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। এই ম্যাচটিতে আরব আমিরশাহী ফেবারিট হিসেবেই শুরু করেছিল। কারণ আরব আমিরশাহী যেখানে ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬৪ নম্বর দল, তাজিকিস্তান ছিল ১০৬ নম্বরে।