মুর্শিদাবাদ, ২৮ জানুয়ারি (হি.স.): সাতদিন নিখোঁজের পর পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞায়। ববরপুর গ্রামের বছর ছাব্বিশের অভিজিৎ সাহাকে বড়ঞা গ্রামীণ হাসপাতালের পিছনের পুকুর থেকে দেহ উদ্ধার করা হয়। তারই প্রতিবাদে রবিবার সকালে পুলিশি নিস্কৃয়তার অভিযোগ তুলে বড়ঞা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। গ্রামবাসীর অভিযোগ এটা স্বাভাবিক মৃত্যু নয় খুন করা হয়েছে। তাই মৃতদেহ উদ্ধার করতে এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়।
উল্লেখ্য, ২২ শে জানুয়ারি ববরপুরের বাসিন্দা অভিজিৎ সাহা নিখোঁজ হওয়ার পর এক মহিলার কাছে থেকে তার মোবাইল ও জ্যাকেট উদ্ধার করে পুলিশ। সেই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে ছেড়ে দেয় পুলিশ। প্রসঙ্গত, এদিন বড়ঞা হাসপাতালের পিছনের পুকুরের জলে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় এলাকার মানুষ পুলিশে খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।