নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি: রেলপথকে ব্যবহার করে নেশাজাতীয় সামগ্রী আমদানির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে চলেছে। রবিবার আগরতলা রেল স্টেশনে কমলা সুন্দরী এক্সপ্রেস থেকে প্রায় ৯ শতাধিক নেশা জাতীয় কফ সিরাপ সহ ৬ জনকে আটক করলো আরপিএফ ও জিআরপি পুলিশ।
জিআরপি-র ওসি দীপক দত্ত জানান এইদিন কমলা সুন্দরী এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে পৌঁছানোর এক ঘণ্টা পূর্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কমলা সুন্দরী এক্সপ্রেসে করে কিছু নেশা সামগ্রী রাজ্যে নিয়ে আসা হচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে কমলা সুন্দরী এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে পৌঁছানোর পর আরপিএফ ও জিআরপি যৌথভাবে তল্লাসি অভিযান চালায় ট্রেনটিতে।
তল্লাসি অভিযানে সন্দেহজনক ৮টি ব্যাগ সহ ৬ জনকে আটক করা হয়। তাদের সাথে থাকা ৮ টি ব্যাগ থেকে উদ্ধার হয় ৯৭০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ। জানা যায় ধৃতদের মধ্যে ১ জনের বাড়ি রাজধানীর গোয়ালাবস্তি এলাকায়। বাকিদের বাড়ি বিহার রাজ্যে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। একই সাথে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ধৃতদের। তাদের থেকে এই বিষয়ে আরো তথ্য জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে খবর।

