আগরতলা, ২৭ জানুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ২৩ রাজ্যের নির্বাচনী প্রভারী ও সহ প্রভারীর নাম ঘোষণা করলেন বিজেপি রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডাl হরিয়ানার রাজ্য প্রভারীর পাশাপাশি, লোকসভা নির্বাচনী প্রভারীর অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। লোকসভার ১০ আসন বিশিষ্ট হরিয়ানায় বিপ্লব কুমার দেবকে দেওয়া দুইটি দায়িত্ব যথেষ্টই তাৎপর্যপূর্ণ l শুধু লোকসভাই নয়, অল্প সময়ের ব্যবধানেই হরিয়ানার বিধানসভা নির্বাচনও।
তাছাড়া, আন্দামান -নিকোবর রাজ্যে প্রভারী ও সহ প্রভারীর দায়িত্ব দেওয়া হয়েছে বাই সত্য কুমার, অরুণাচল প্রদেশে প্রভারী ও সহ প্রভারীর দায়িত্ব দেওয়া হয়েছে অশোক সিংঘলকে, বিহারে প্রভারী ও সহ প্রভারীর দায়িত্ব দেওয়া হয়েছে বিনোদ তাবড়ে এবং সাংসদ দীপক প্রকাশকে।
তেমনি চণ্ডিগড়ে বিধায়ক বিজয়ভাই রুপানি, দমন এবং দীবে বিধায়ক পুরনেশ মোদী এবং দূষ্যন্ত পটেল, গোয়াতে আশীষ সুদ, হিমাচল প্রদেশে বিধায়ক শ্রীকান্ত শর্মা এবং সঞ্জয় টন্ডন, জম্মুকাশ্মীরের তরুণ চুঘ এবং আশীষ সুদ, ঝাড়খন্ডে সাংসদ লক্ষ্ণীকান্ত বাজপেয়ী, কর্নাটকে সাংসদ ডা. রাধামোহন দাস অগ্রবাল এবং সুধাকর রেড্ডি, কেরলে প্রকাশ জাবড়েকর, লাদাখে তরুণ চুঘ, লাক্ষাদ্বীপ অরবিন্দ মেনন, মধ্যপ্রদেশে এমএলসি ডা. মহেন্দ্র সিং এবং সতীশ উপাধয়, ওড়িশাতে সাংসদ বিজয়লাল সিংহ তোমর এবং বিধায়ক লতা উসেন্ডি, পন্ডিচেরিতে নির্মল কুমার সুরাণা, পঞ্জাবে বিধায়ক বিজয় বাই রুপানি এবং ডা.নরিন্দ্রর সিং, সিকিমে এমএলসি ডা.দিলীপ জায়সবাল, তামিলনাড়ুতে অরবিন্দ মেনন এবং সুধাকর রেড্ডি, উত্তরপ্রদেশে বিজেয়ত পান্ডে, উত্তরাখণ্ডে দূষ্যত কুমার গৌতম, পশ্চিমবঙ্গে এমএলসি মঙ্গল পান্ডে, অমিত মালবীর এবং আশা লড়কে।