আগরতলা, ২৭ জানুয়ারি: এক ভারতীয় পাচারকারী সহ পাঁচ অবৈধ বাংলাদেশী নাগরিককে আটক করেছে জিআরপি এবং আরপিএফ। আজ আগরতলা বাঁধারঘাট রেলস্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। পুলিশী জিজ্ঞাসাবাদে তাঁরা বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করেছেন।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ বাঁধারঘাট রেলস্টেশনে ঘোরাফেরা করার সময় ছয়জন যুবককে সন্দেহ ভাজন আটক করে জিআরপি এবং আরপিএফ। তাদেরকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল।পুলিশী জেরায় তাঁরা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন।তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশী এবং একজন ভারতীয় পাচারকারী ছিলেন। ভারতীয় পাচারকারীর মহারাষ্ট্রের বাসিন্দা।

