তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে উত্তপ্ত হরিশ্চন্দ্রপুর

হরিশ্চন্দ্রপুর, ২৬ জানুয়ারি (হি.স.): পুকুর ভরাটকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের বিবাদে উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরে । নির্মীয়মাণ রাস্তার কাজের জন্য অবৈধভাবে কংগ্রেস নেতার পুকুরে মাটি ভরাট করে দখলের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পালটা সেই রাস্তার কাজ আটকে দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস নেতা তথা ভূমি কর্মাধক্ষ্যের স্বামীর বিরুদ্ধে। ঘটনায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মী সমর্থকরা। কংগ্রেস নেতা এবং তাঁর অনুগামীদের সঙ্গে তর্কাতর্কি ধস্তাধস্তি শুরু হয় তৃণমূল কর্মীদের।

জানা গিয়েছে, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত মহেন্দ্রপুর স্ট্যান্ড থেকে হরিশ্চন্দ্রপুর সদরের গোপাল কেডিয়া মোড় পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় রাস্তা নির্মাণের কাজ হচ্ছে। শুক্রবার সেই কাজে বিপত্তি ঘটে। মহেন্দ্রপুর স্ট্যান্ডে বিবাদে জড়িয়ে পড়ে তৃণমূল এবং কংগ্রেস কর্মীরা। মহেন্দ্রপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি তথা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধক্ষ্যের স্বামী আব্দুস শোভানের বিরুদ্ধে গায়ের জোরে রাস্তার কাজ আটকানোর অভিযোগ ওঠে। তৃণমূলের অভিযোগ, কংগ্রেস নেতার স্ত্রী ভূমি কর্মাধ্যক্ষ হওয়ায় উনি বিভিন্ন জায়গায় নিজের গায়ের জোর খাটাচ্ছেন। মাটি কাটার রয়েলিটি টাকার বিনিময়ে দিচ্ছেন। কাজ চলাকালীন ট্রাক্টর আটকে দিয়ে ট্রাক্টর চালককে মারতে উদ্যত হন তিনি। কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেন। এরই প্রতিবাদে তৃণমূল কর্মীরা রাস্তাতেই বিক্ষোভ দেখাতে শুরু করে।

যদিও পালটা কংগ্রেসের দাবি, রাস্তার কাজে নিয়ম না মেনেই কংগ্রেস নেতার পুকুরে অবৈধভাবে মাটি ভরাট করে দখল করার চেষ্টা করছিল তৃণমূল কর্মীরা। নিয়ম অনুযায়ী, মাটি ভরাট হলে রাস্তার দুই ধারে হবে কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র একদিকে হচ্ছিল। যার প্রতিবাদ করেন কংগ্রেস নেতা। তার জন্য তৃণমূল কর্মীরা তাঁর উপর চড়াও হয়। এভাবেই রাস্তার কাজে দুর্নীতি হচ্ছে। নিয়ম না মেনে অবৈধভাবে মাটি ভরাট হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *