সংবিধানই সর্বোপরি, এই কথা সর্বদা মনে রাখতে হবে : যোগী আদিত্যনাথ

লখনউ, ২৬ জানুয়ারি (হি.স.): প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে উত্তর প্রদেশ তথা সমস্ত দেশবাসীকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে দেশবাসীর উদ্দেশ্যে তিনি জানালেন, সংবিধানই সর্বোপরি, এই কথা সর্বদা মনে রাখতে হবে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে লখনউতে জাতীয় পতাকা উত্তোলন করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

পরে তিনি বলেছেন, “আমাদের এই কথা মনে রাখা উচিত যে সংবিধান সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, সংবিধানই সর্বোপরি। আমাদের সমস্ত কাজ যাতে দেশের স্বার্থে হয়, তা নিশ্চিত করতেই বলে আমাদের বলে সংবিধান।”