ভারতীয় সমাজ ও রাজনীতিতে অবিস্মরণীয় ছাপ রেখে গিয়েছেন কর্পূরী ঠাকুর : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): বিশিষ্ট জননায়ক কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন সম্মান প্রদানের এই ঘোষণায় সন্তোষ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, জন্মশতবর্ষে জননায়ক কর্পূরী ঠাকুরজিকে আমার শ্রদ্ধা নিবেদন করছি। এই বিশেষ উপলক্ষ্যে আমাদের সরকার তাঁকে ভারতরত্ন প্রদানের সম্মান পেয়েছে।

প্রধানমন্ত্রী মোদী আরও জানান, সমাজের প্রান্তিক মানুষ ও অন্ত্যজদের ক্ষমতায়নে তাঁর নিরলস প্রচেষ্টা এর মাধ্যেমে স্বীকৃতি পেল। নিপীড়িত ও অবহেলিতদের অবস্থার মানোন্নয়নে কর্পূরী ঠাকুর ভারতের সামাজিক ও রাজনৈতিক মানচিত্রে যে অবস্মরণীয় অবদান রেখেছেন, তার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার ভারসাম্য যুক্ত সমাজ গঠনে সকলকে উৎসাহিত করবে বলেও প্রধানমন্ত্রী মোদী আস্থা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর মতে, ভারতীয় সমাজ ও রাজনীতিতে অবিস্মরণীয় ছাপ রেখে গিয়েছেন কর্পূরী ঠাকুর।

উল্লেখ্য, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে এবার মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে। রাষ্ট্রপতি ভবন সূত্রে এই খবর জানানো হয়েছে। বিশিষ্ট এই সমাজসেবীকে তাঁর শততম জন্মবার্ষিকীর আগের দিনই দেশের সর্বোচ্চ এই অসমারিক সম্মান জানানোর কথা ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *