কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.): লোকসভা ভোটের আগে বীরভূমে নয়া কমিটি গঠনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকৃতি দিয়েছেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর অনুগামীদের। মঙ্গলবার মুখ্যমন্ত্রী কালীঘাটের বৈঠকে প্রকাশ্যেই প্রশংসা করেন কেষ্টর। বুধবার এ ব্যাপারে প্রশ্নের উত্তরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান।
দিলীপবাবু বলেন, “মমতা ব্যানার্জী যদি অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়ের মত নেতাদের বাদ দিয়ে দল তৈরির চেষ্টা করেন, তবে দলটাই তো উঠে যাবে! সবাই দুর্নীতিগ্রস্ত, সবাই চোরছ্যাঁচোর। ভদ্রলোক এখন আর তৃণমূলে নেই। তাঁরা চলে গেছেন, বসে গেছেন। আর বাকিদের না হলে তো পার্টি চলবে না। টাকাপয়সা তো তারাই দেয়। দিলীপবাবুর কথায়, “আজ পশ্চিমবঙ্গে যে এত দুর্নীতি, এত হিংসা, এই লোকগুলিই করে। আর এদের নেতা বানিয়েছে তৃণমূল।”