BRAKING NEWS

‘ছেলেরা লিপস্টিক পরে জানতাম না…!’ কটাক্ষ মমতার

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.) : সংবাদমাধ্যমের আধুনিকতায় রাজনৈতিক বাগবিতণ্ডা এখন মানুষের ঘরে ঘরে। রোজ সন্ধ্যায় বিতর্কের আসর বসে বিভিন্ন বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে। সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা একের অপরকে দোষারোপের পালায় মেতে ওঠেন প্রাইম টাইমে। রাজ্য সরকার এবং সরকারের পুরোধা মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতান্ত্রিক নিয়মেই প্রতিদিন চূড়ান্ত সমালোচনা শুনতে হয়। তাঁর প্রতি অভিযোগের বুলি ঝড়ে পড়ে বিরোধী শিবিরের প্রতিনিধিদের গলায়। এবার বৈদ্যুতিক সংবাদমাধ্যমে বিরোধীদের প্রতিনিধিদেরকে কটাক্ষ করতে শোনা গেল মমতার গলায়।

সরকারি পরিষেবা প্রদানের বক্তৃতার মাঝেই এদিন মমতা বলেন, ‘অনেক কাজ করলাম। বাকি কি আছে? বাকি একটাই আছে, আমাকে গালি দেওয়া। কিছু রাজনৈতিক দল আছে, কাজকর্ম নেই। নেই কাজ তো খই বাছ।’ এরপরেই বৈদ্যুতিক সংবাদমাধ্যমে উপস্থিত অতিথিদের উদ্দেশে তাঁর বক্তব্য, ‘রোজ টেলিভিশন খুললেই দেখি ভালো করে পাউডার মেখে…’ বলতে বলতে কিছুটা থেমে যান তিনি। এরপর বলেন, ‘মেয়েরা লিপস্টিক লাগায় শুনেছি, ছেলেরাও লিপস্টিক লাগায় এটা তো আগে জানতাম না। ভাড়া করে সেজেগুজে এসে বসছে।’

বৈদ্যুতিক সংবাদমাধ্যমে প্যানেলে বসে বিরোধীদের প্রতিনিধিদের সমালোচনার জবাব দেন মমতা।’ তিনি বলেন, ‘রোজ বলে এই রাস্তা খারাপ – ওটা খারাপ। চোখে দেখো না, কানা? যখন জিনিসের দাম বাড়ে কোথায় থাকো? যখন রেল দুর্ঘটনায় লোক মারা যায় কোথায় থাকো? ছাত্র হত্যা হয়, কোথায় থাকো?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *