ভোপাল, ২৪ জানুয়ারি (হি.স.) : জাতীয় শিশুকন্যা দিবস উপলক্ষ্যে দেশ ও রাজ্যের কন্যাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। প্রতিবছর ২৪ জানুয়ারি দিনটি জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়। ২০০৯ সালে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রক এই দিনটির সূচনা করেছিল। মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব জাতীয় শিশুকন্যা দিবসে দেশ ও রাজ্যের কন্যাদের অভিনন্দন জানিয়েছেন এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ শুভকামনা জানিয়ে লিখেছেন, “জাতীয় শিশু কন্যা দিবস” উপলক্ষ্যে রাজ্য ও দেশের সমস্ত কন্যাদের সমৃদ্ধ ও মঙ্গলময় জীবনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা!” তিনি শুভেচ্ছাবার্তায় আরও লিখেছেন, “কন্যাদের শিক্ষিত হতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে এবং তা সত্যি করতে হবে; তবেই একটি শক্তিশালী, সমৃদ্ধ ও সুখী মধ্যপ্রদেশ গড়ার স্বপ্ন পূরণ হবে। আসুন আমরা সকলে অঙ্গীকার করি যে আমরা আমাদের কন্যাদের শিক্ষিত ও স্বাবলম্বী করতে সব কিছুই করবো।”

