BRAKING NEWS

মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে উদ্বোধন হল কদমতলার ২৬ তম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী ২০২৪

কদমতলা, ২৩ জানুয়ারি: উত্তর ত্রিপুরা জেলার ৫৪ কদমতলা কুর্তি বিধানসভার অন্তর্গত বড়গুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চার দিনব্যাপী সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী ২০২৪ এর শুভ উদ্বোধন হয় আজ। এদিন বেলা অনুমানিক ১টা ৩০ মিনিট নাগাদ প্রদীপ জ্বালিয়ে এই মেলার  উদ্বোধন করেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা, যুব বিষয়ক ক্রীড়া ও শ্রম দপ্তরের মন্ত্রী টিংকু রায়। 

আরাধনা সাংস্কৃতিক সংস্থা ও তথ্য সংস্কৃতি দপ্তর উত্তর ত্রিপুরা জেলা যৌথ উদ্যোগে ২৬ তম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী ২০২৪ এর শুভ উদ্বোধন হয় আজ। 

দীর্ঘ ২৫বছর ধরে চলছে এই মেলা এবার এই মেলা সরকারি স্বীকৃতি লাভ করে। ২৩ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত চলবে বড়গুল মাধ্যমিক বিদ্যালয়ের  মাঠে ২৬ তম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী। 

উদ্বোধন হিসাবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা, যুব বিষয়ক ক্রীড়া ও শ্রম দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তাছাড়া উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, উওর জেলার সি এম ও ডঃ অরুণাভ চক্রবর্তী, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য তথা এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাজল দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, বড়গুল গ্রাম পঞ্চায়েতের প্রধান হেমন্ত কুমার নাথ সহ উপস্থিত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ কদমতলা পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *