BRAKING NEWS

বিভিন্ন দাবিতে পথ অবরোধে সামিল পুনর্বাসিত ব্রু-রা 

গন্ডাছড়া, ২৩ জানুয়ারি: পাঁচ দফা দাবির ভিত্তিতে সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে পথ অবরোধ করল পুনর্বাসিত ব্রু গোষ্ঠীর অনান্তাপাড়ার জনগনেরা। 

পাঁচ দফা দাবির মধ্যে  উল্লেখযোগ্য, অনলাইন বা অফলাইনে রেশনের চাল প্রদান,  পাঁচ মাস ধরে প্রতিমাসে যে ৫ হাজার টাকা করে তাদের দেওয়ার কথা ছিল, সেটি অবিলম্বে  অনান্তাপাড়ার শরণার্থী প্রদান করা, শৌচালয়, পানীয় জল ইত্যাদি। 

এই দাবিগুলির ভিত্তিতে  আজ গন্ডাছড়া টু আমবাসা মধ্যবর্তী সড়কের উল্টাছড়া এলাকায়  সকাল ৭ টা থেকে পুনর্বাসিত ব্রু গোষ্ঠীর অনান্তা পাড়ায় বসবাসকারী লোকজনেরা পথ অবরোধে বসে। 

তারা এদিন পথ অবরোধ করে দাবি জানায় জেলাশাসক যেন অবরোধ স্থলে এসে তাদের সঙ্গে কথা বলেন। তবেই তারা রাস্তা অবরোধমুক্ত করবেন। 

এই খবর পেয়ে ছুটে যান গন্ডাছড়া মহকুমা শাসক অরিন্দম দাস এবং মহাকুমার ডিসিএম পুলিশ প্রশাসন। মহকুমা শাসক অরিন্দম দাস তাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলার পর তাদের আশ্বস্ত করে অবরোধ তুলে নেওয়ার কথা বললেও তারা তা মানতে নারাজ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *