কৈলাসহর, ২৩ জানুয়ারি: ১৯৯ নং ব্যাটেলিয়ন বিএসএফ জোয়ানদের উদ্যোগে আজ ছাগলডেমা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্য শিবির ভলিবল খেলা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের পড়াশুনার সামগ্রী বিতরণ করা হয়েছে। মূলত আজ জামতৈলবাড়ি ছাগলডেমা ও হালাইছড়া এই তিনটি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে এই অনুষ্ঠান করা হয় ছাগলডেমা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বি এস এফ পানিসাগর সেক্টরের ডিআইজি এমপি সিং, বিশিষ্ট সমাজসেবী সিংচুন হালাম থেকে শুরু করে আরও অনেকে। প্রচুরসংখ্যক জনসাধারণরা বিনামূল্যে স্বাস্থ্যপরিসেবা গ্রহণ করেছে এদিন।
আজকের এই কর্মসূচির পাশাপাশি প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরাদের মধ্যেও বিনামূল্যে বিভিন্ন ধরনের পড়াশুনার সামগ্রী বিতরণ করা হয়েছে। 199 নং ব্যাটালিয়ান বিএসএফ জোয়ান ও হালামবাড়ির মধ্যে এদিন ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ভলিবল খেলায় হালামবাড়ির সদস্যরা জয়লাভ করেছে। এই সেবামূলক অনুষ্ঠানে বিএসএফ স্কুলগুলোকে খেলার সামগ্রী সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস তুলে দিয়েছে।