আগরতলা, ২২ জানুয়ারি: দক্ষিণ জেলার বিলোনিয়ার মুহুরিঘাট এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য বর্ষিয়ান সাংবাদিক স্বপন কুমার দাশ বিএসএফ কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন ।বিএসএফের এ ধরনের কার্যকলাপের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে অ্যাসোসিয়েশন।
সোমবার খবর সংগ্রহে দুপুর তিনটায় বিলোনিয়া মুহুরিঘাট সীমান্ত চেকপোষ্টে যান বিলোনিয়ায় কর্মরত দৈনিক সংবাদের সাংবাদিক স্বপন কুমার দাশ। সেখানে বর্ডার ফেন্সিং এর কাজে বাংলাদেশ থেকে একাধিকবার বাধা আসা সহ বিএসএফের ডিআইজি সফরে আসছেন এই সংবাদ সংগ্রহের জন্য মূহুরিঘাট সীমান্ত চেকপোষ্টে যান।
ছবি তোলার সময় বিলোনিয়া বিওপির ইনচার্জ এম এল হকিত ছবি না তোলার জন্য সাংবাদিককে জানায়। স্বপন কুমার দাশ নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। এরই মধ্যে বিএসএফের ডিআইজি সহ পদস্থরা বিলোনিয়া মুহুরি ঘাট সীমান্তে ফেনসিংএর অবস্থা সরোজমিনে দেখতে আসেন। তাদের সঙ্গে কথাও বলেন সাংবাদিক স্বপন কুমার দাশ। সংবাদ সংগ্রহ শেষ করে তিনি যখন নিজের বাইকে করে ফেরার চেষ্টা করেন তখনই তাকে আটক করে শারীরিকভাবে হেনস্থা করা হয় এবং বলপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
এমনকি সাংবাদিকের মোবাইল ফোন পর্যন্ত বিএসএফ হেফাজতে নিয়ে যায়। বিএসএফের ৪৩ ব্যাটালিয়নের সি ও এবং বিলোনিয়া বি ও পি ইন চার্জ সহ পদস্থদের বিরুদ্ধে বিলোনিয়া থানায় বিচার চেয়ে মামলা দায়ের করেছেন সাংবাদিক স্বপন কুমার দাস। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন। এ ধরনের ঘটনাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর চরম আঘাত বলেও আখ্যায়িত করা হয়েছে। সংবাদ সংগ্রহের কাজে বাধা দান এবং সাংবাদিককে শারীরিক ভাবে ব্যবস্থা করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠন। এ ব্যাপারে রাজ্য পুলিশের মহা নির্দেশক এবং বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

