ভাল আচরণ বজায় রাখতে আমাদের তপস্যা করতে হবে, বিদায় জানাতে হবে সব মতভেদকে : মোহন ভাগবত

আগরতলা, ২২ জানুয়ারি: আমাদের ভাল আচরণ বজায় রাখতে তপস্যা করতে হবে। আমাদের বিদায় জানাতে সব মতভেদকে। আজ আয্যোধায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন সরসংঘচালক ডা. মোহন ভাগবত।

এদিন তিনি বলেন, এই যুগে রামলালার প্রত্যাবর্তনের ইতিহাস যে মনে রাখবে, তা জাতির জন্য কল্যানের হবে। জাতির সব দুঃখ দূর হবে, এটাই এই ইতিহাসের শক্তি। আমাদের জন্য কর্তব্যের আদেশও রয়েছে। প্রধানমন্ত্রী তপস্যা করেছিলেন, এখন আমাদেরও তপস্যা করতে হবে। আমাদের মনে রাখতে হবে রাম রাজ কেমন ছিল। আমরাও ভারতের সন্তান। লক্ষ লক্ষ কণ্ঠ আমাদের প্রশংসা গাইছে।

তাঁর কথায়, আমাদের ভালো আচরণ বজায় রাখতে তপস্যা করতে হবে। আমাদেরকেও বিদায় জানাতে হবে সকল মতভেদকে। ছোটখাটো মতবিরোধ আছে, ছোটখাটো বিরোধ আছে। এটা নিয়ে ঝগড়া করার অভ্যাস ত্যাগ করতে হবে।

এদিন তিনি আরও বলেন, সমন্বয় করে এগোতে হবে। পরস্পরের সাথে সমন্বয় করে আচরণ করাই সত্যের আচার। সহানুভূতি দ্বিতীয় ধাপ, যার অর্থ সেবা এবং দান।