কলকাতা, ২২ জানুয়ারি, (হি.স.): রামমন্দিরের বিরোধিতা করতে গিয়ে বিভিন্ন সময়ে হরেক যুক্তি দেখাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নারী ক্ষমতায়নের ব্যাপারে বরাবরই সোচ্চার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সরকারে আসার পর একের পর এক নারীকেন্দ্রিক প্রকল্প চালু করেছেন তিনি। রাম মন্দির প্রতিষ্ঠার ইস্যুতে সেই নারী ক্ষমতায়ন সম্পর্কে বিজেপির মানসিকতা নিয়েই প্রশ্ন তুললেন মমতা। রাম মন্দির নিয়ে এত কথা বলা হলেও সীতা মাকে নিয়ে কেন কিছু পদক্ষেপ করা হচ্ছে না? সেই বিষয়ে বিজেপিকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী।
পার্ক সার্কাসে সংহতি মিছিলের মঞ্চে সোমবার এ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘আমি রামের বিরুদ্ধ নই। রাম-সীতাকে শ্রদ্ধা করি। কিন্তু তোমরা তো কই সীতার কথা বল না! তোমরা কি নারীবিরোধী? সীতা না থাকলে রাম হয় না। আর কৌশল্যা দেবী না থাকলে, মা না থাকলে রামের জন্ম হয় না। মায়েরাই জন্ম দেয়।
মমতা বলেন, ১৪ বছর বনবাসে সীতাই রামের সঙ্গে ছিলেন। আবার তাঁকে নিজেকে প্রমাণ করতে অগ্নিপরীক্ষাও দিতে হয়েছিল। আমরা জানি। আমরা তাই নারীশক্তি দুর্গার পুজো করি। রামই সেই দুর্গার পুজো করেছিলেন রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে।’’
সোমবারের সংহতি মিছিলের পর বক্তৃতা সভা থেকে মমতা বলেন, ‘যাঁরা দক্ষিণেশ্বরে স্কাই ওয়াককে ভেঙে দিতে পারে, তাঁরা কোন মুখ বলতে পারেন হিন্দু ধর্মের প্রবর্তক হতে পারে।’ উল্লেখ্য, কিছুদিন আগেই রেলের নির্মাণ কাজের জন্য দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভেঙে দেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে রেলের তরফে। বিষয়টি নিয়ে জোরালো প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।