অটো ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত ৪

আগরতলা, ২২জানুয়ারি : অটো ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ৪ জন। রবিবার বিশালগড় থানাধীন চড়িলাম মনোফকিরের দরগার সামনে ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে সাথে সাথে দমকলবাহিনীকে খবর দেয়। খবর পেয়ে ছুটে এসে ঘটনাস্থল থেকে দমকল বাহিনী আহতদের উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে।

রবিবার বিশালগড় থানাধীন চড়িলাম মনোফকিরের দরগার সামনে অটো ও বাইকের গুরুতর সংঘর্ষে আহত হয়েছেন ৪ জন। স্থানীয় মানুষ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। তাঁরাই দমকলবাহিনীরকে খবর দেন। দমকলকর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধারের পর বিশালগড় মহকুমা  হাসপাতালে ভর্তি করেছেন। প্রাথমিক চিকিৎসার পর ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।