চেন্নাই, ২১ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার “প্রাণ প্রতিষ্ঠা”-র ঠিক একদিন আগে, রবিবার তামিলনাড়ুর ধনুশকোডির আরিচাল মুনাই পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে ধনুশকোডির আরিচাল মুনাই পয়েন্ট পরিদর্শন করেন মোদী, সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি।
বলা হয়ে থাকে যে, এই আরিচাল মুনাই পয়েন্ট থেকেই রামসেতু তৈরি হয়েছিল। এদিন সকালে সমুদ্রের তীরে বসে বেশ কিছু সময় প্রাণায়ামও করেছেন প্রধানমন্ত্রী মোদী। সূর্য প্রণামও করেন তিনি। প্রসঙ্গত, রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রাক্কালে দেশের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী মোদী, আর রবিবার সকালে ধনুশকোডির আরিচাল মুনাই পয়েন্ট পরিদর্শন করেছেন তিনি।