কলকাতা, ২১ জানুয়ারি (হি.স.): ভিন রাজ্যের ব্যাঙ্ক প্রতারণা মামলায় শহরের দুই জায়গায় রবিবার ছুটির দিন রাজ্যে ফের তল্লাশি চালাল ইডি। চিনার পার্ক সংলগ্ন একটি অফিস ও হাউজিংয়ের একটি ফ্লাটে সকাল থেকে ইডি তল্লাশি চালায়। সূত্রের খবর, দিল্লিতে একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় ইডি আধিকারিকদের এই তল্লাশি অভিযান চালায়। চিনার পার্ক সংলগ্ন পিএস এভিয়েটর বিল্ডিংয়ের পাঁচতলার একটি অফিসে তল্লাশি অভিযান চালান আধিকারিকরা। তবে রবিবার ছুটির দিন ছিল। এদিন অফিস বন্ধ ছিল। তাই দীর্ঘক্ষণ বাইরেই অপেক্ষা করতে হয় তদন্তকারী আধিকারিকদের।
পাশাপাশি গ্রিনউড হাউসিং কমপ্লেক্সের একটি ফ্ল্যাটেও একই মামলায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, ওই ফ্ল্যাটটি ঋষি সিং নামক এক ব্যক্তির যিনি ইমপোের্ট এক্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত।