ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি।। জয়ের ধারা অব্যহত রাখলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। কোনও দলই আটকাতে পারছে না কল্পনা দেববর্মা-র মেয়েদের। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালিকাদের ফুটবলে। সুখময় স্কুলে অনুষ্ঠিত ম্যাচে শনিবার ত্রিপুরা স্পোর্টস স্কুল ৪-০ গোলে পরাজিত করে চলমান সঙ্ঘকে। ফিরতি লিগেও একই ফলাফল। স্পোর্টস স্কুলের হযে তনু বাগচি ২ টি,বিনিতা সিনহা এবং স্মৃতি জমাতিয়া গোল করে। অপর ম্যাচে ফুলো ঝানো দল ৬-০ গোলে বিধ্বস্ত করে নবোদয় সঙ্ঘকে। সুজিত ঘোষের মেয়েরা ম্যাচে অনবদ্য খেলেছে। দলের পক্ষে কুন্তি ওরাং হ্যাটট্রিক সহ ৪ টি এবং সুশ্মিতা মুন্ডা ২ টি গোল করে। এছাড়া এদিনের প্রথম ম্যাচে সবুজ সঙ্ঘ ২-১ গোলে পরাজিত করে আসরের সবথেকে দুর্বল দল অক্সিলিয়াম বালিকা বিদ্যালয়কে। সবুজ সঙ্ঘের পক্ষে তামান্না আক্তার, আমিশা দেববর্মা এবং বিজীত দলের পক্ষে হানি জমাতিয়া গোল করে।
2024-01-20

