চেন্নাই, ২০ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি শনিবার রুদ্রাক্ষ-এর চারা রোপণ করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে তামিলনাড়ুতে রয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী মোদী তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবির সঙ্গে একত্রে চেন্নাইয়ের রাজভবন প্রাঙ্গণে রুদ্রাক্ষ-এর চারা রোপণ করেন।
তামিলনাড়ুর রাজভবন সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে এই তথ্য জানিয়েছে। এক্স-এর পোস্টে লেখা রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তামিলনাড়ুর রাজভবন চত্বরে পবিত্র রুদ্রাক্ষ-এর চারা রোপণ করেছেন।
প্রধানমন্ত্রী তামিলনাড়ু পৌঁছলে বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কিছু মানুষ তাঁর নাম ধরে স্লোগান দিতে থাকেন। তিনি সকলের উদ্দেশ্যে হাত নাড়েন। তারপর তিনি তিরুচিরাপল্লির শ্রী রঙ্গানাথাস্বামী মন্দিরে প্রার্থনা জানান।

