BRAKING NEWS

২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত শুধু স্বপ্নই নয়, আমাদের লক্ষ্যও : উপ-রাষ্ট্রপতি

রায়পুর, ২০ জানুয়ারি (হি.স.): বিকশিত ভারত ২০৪৭, শুধুমাত্র স্বপ্নই নয়, আমাদের লক্ষ্যও। বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি বলেছেন, ভারত যে উন্নয়নের সঙ্গে এগিয়ে চলেছে, বিশ্ব বলছে ভারত এখন এক উজ্জ্বল নক্ষত্রের মতো। ভারত প্রতিটি ক্ষেত্রে বিশ্বনেতা। বেশিরভাগ ডিজিটাল লেনদেন ভারতে হয়। শনিবার ছত্তিশগড়ের রায়পুরে ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কৃষি প্রদর্শনীর উদ্বোধন ও পর্যবেক্ষণ করেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৮-তম স্থাপনা দিবস উদযাপনে ‘সঞ্জীবনী চাল’-এর শুভারম্ভ করেন।

এই অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, “আমি অন্নদাতাকে প্রণাম করি। আমি অন্নদাতাকে সম্মান করি। আমি অন্নদাতাকে অভিনন্দন জানাই! কৃষক হওয়া যেমন গর্বের, তেমনই কৃষকের সন্তান হওয়াটাও আমার কাছে গর্বের। কৃষকরা আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড এবং তাঁরা অক্লান্তভাবে অবদান রাখেন।” উপ-রাষ্ট্রপতি আরও বলেছেন, “কৃষি শুধুমাত্র একটি পেশা অথবা কৃষকদের জীবিকার মাধ্যম নয়। একজন কৃষকের জন্য, কৃষি হল সমাজে অবদান রাখার একটি উপায়। যদি কৃষক খুশি হন, তাহলে দেশও খুশি হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *