“ভাইপোকে প্যাকেট করে জেলে ঢোকাবো”, তোপ শুভেন্দুর

হুগলি, ২০ জানুয়ারি (হি.স.): “আমি মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আর, ওর ভাইপোকে প্যাকেট করে জেলে ঢোকাবো।” ধৃত প্রাক্তন সেনাকর্মী ঋত্বিক পালের উত্তরপাড়ার বাড়ি থেকে বার হয়ে শনিবার সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু বলেন, “আমাকে ভয় করে মমতা।”

বিরোধী দলনেতা বলেন, “আজ একটা প্রদেশে দাঁড়িয়ে আছি যে প্রদেশ স্বাধীনতা আন্দোলনে গোটা ভারতকে পথ দেখিয়েছে। এই প্রদেশ থেকেই ক্ষুদিরাম বসু দেশমাতৃকার পায়ে আত্মাহুতি দিয়েছিলেন। এখানেই রাসবিহারি বসু, ঋষি অরবিন্দের ধর্মভূমি। গোটা ভারতবর্ষ এঁদের প্রণাম করে।

নেতাজি সুভাষচন্দ্রের ভূমি। এখানে একজন মেজর তাঁর যৌবনকাল দেশের জন্য উৎসর্গ করেছেন, তাঁকে মিথ্যে মামলা দিয়ে মমতার পুলিশ, চোর মমতা আজ ১০ দিন হল জেলের মধ্যে রেখেছে। এ তো খুব লজ্জার! শাহজাহানকে খুঁজে দেওয়া যায় না। একটা মাফিয়া ডন, লুঠেরা, তাঁকে খুঁজে দিতে পারে না মমতার পুলিশ। আর মেজর ঋত্বিক পাল তাঁর জীবনের আসল সময়টা দেশের জন্য যা দিয়েছেন, তাঁকে আজ এ ধরণের মিথ্যে অভিযোগ দিয়ে, জাল মেডিক্যাল রিপোর্ট বানিয়ে কীভাবে মমতা সরকার জেলের ভেতর রেখেছে, নেতাজি সুভাষচন্দ্রের পূণ্যভূমিতে পশ্চিমবঙ্গের লোক দেখুক!”

শুভেন্দুবাবু বলেন, “কাকে আমরা ভোট দিয়ে পশ্চিমবাংলায় এনেছি? কাদের বসিয়েছি আমরা? ইনি (ঋত্বিক পাল) কী চোর, না ডাকাত, না অপরাধী? এর নেপথ্যে কী আছে? শাহজাহানকে আদর করে রেখেছে ২০টা পুলিশ। আমরা (ঋত্বিকের) পাশে আছি। পরিবার চাঙা। শ্রীরামপুর জেলে আজ দেখা করতে চেয়েছিলাম। অনুমতি দেয়নি। ভয়ে দেয়নি। আমাকে ভয় করে মমতা। ওকে আমি হারিয়েছি ১,৯৫৬ ভোটে।”

প্রসঙ্গত, ২০২২-এর জুন মাসে কেন্দ্রের নয়া প্রকল্প অগ্নিপথ নিয়ে যখন গোটা দেশের একাধিক এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি, তখনই অগ্নিবীরদের নিয়ে কবিতা লিখে ভাইরাল হন ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন মেজর ঋত্বিক পাল। অগ্নিপথ নিয়ে আন্দোলনকে কার্যত ষড়যন্ত্র বলে দাগিয়ে দিয়ে প্রাক্তন মেজর জানান, সেনাবাহিনীতে কঠোর অনুশাসনের প্রয়োজন রয়েছে। পরে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য একাধিক মানুষ যেমন আহ্বান জানিয়েছিলেন, তেমনই মন ছুঁয়ে যাওয়া কবিতা লিখে মনুষ্যত্ব জাগানোর বার্তা দিয়েছিলেন মেজর ঋত্বিক পাল। গত ৯ জানুয়ারি তাঁকে-সহ ৬ জনকে একটি সমাবেশে পুলিশ গ্রেফতার করে। ওই সমাবেশের ছবি-সহ ‘টিম ঋত্বিক পাল’ এক্স হ্যাণ্ডেলে লেখে, “মেজর ঋত্বিক পাল অন্যায়ের প্রতিবাদ করায় তাঁকে গ্রেফতার করেছে তৃণমূলের দলদাস পুলিশ… এখন উনি ডানকুনি থানায় আটক… সকলকে কাল পথে নেমে এর প্রতিবাদ জানাতে আমরা অনুরোধ করছি..”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *