ভোররাতে লাইনচ্যুত মালগাড়ি, হাওড়া-খড়গপুর শাখায় ব্যাহত ট্রেন চলাচল

হাওড়া, ২০ জানুয়ারি (হি.স.): ভোররাতে লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ি, এর ফলে হাওড়া-খড়গপুর শাখায় বিঘ্নিত হল ট্রেন চলাচল। শনিবার ভোররাতে খড়গপুরগামী একটি মালগাড়ি পূর্ব মেদিনীপুরে নন্দাইগাজন স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায়। ইঞ্জিন থেকে ৩ নম্বর ওয়াগনটি লাইনচ্যুত হওয়ার জেরে আপ লাইনে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

লাইনচ্যুত বগিটি ভোগপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে বলে রেল সূত্রের খবর। আপ লাইনে ক্ষতিগ্রস্ত অংশের কাজ চলতে থাকে। রেল সূত্রের খবর, যে স্থানে মালগাড়ি লাইনচ্যুত হয় সেখানে মিডল এবং ডাউন লাইন দিয়ে ট্রেন চলছে। তাই খড়গপুরগামী কোনও ট্রেনই নন্দাইগাজন স্টেশনে দাঁড়াচ্ছে না৷