প্রগতির বিজয় রথ থামালো অনুরাগী ছোটদের ক্রিকেটে লিগ জমজমাট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি।। ক্রিকেট অনুরাগীর কাছে হোঁচট খেলো প্রগতি প্লে সেন্টার। সদর অনুর্ধ ১৫ ক্রিকেটে শুক্রবার তালতলা মাঠে ঘটলো এই ঘটনা। এদিন টস জিতে প্রগতি শিবির ব্যাট করার সিধান্ত নিলে ও তা খুব একটা ফলপ্রসু হয়নি। নির্ভরযোগ্য ব্যাটসম্যানরা এদিন ২২ গজে রানের ঝুঁকি নিতে গিয়ে উইকেট হারিয়ে বসে। এই অবস্থায় উইকেট আগলে অলরাউন্ডার অংশুমান নন্দী ৪০, শ্রেষ্ঠাংশু দেব ১৮, ইয়াশ দেববর্মা ১৪, সায়ন দেব ১০, ইয়াসমিত দেবরায় ১১ রানই করতে সক্ষম হয়। সুবাদে ৪০.৫ ওভারে ১০ উইকেটের বিনিময়ে প্রগতির স্কোর দাঁড়ায় ১১৯ রানে। বলে ক্রিকেট অনুরাগীর হয়ে বিনীত দাস ৪ টি, শাহীন জামান চৌধুরী ৩ টি এবং একটি করে উইকেট নেয় অয়ন রায়, আয়ুষ্মান সেনরা। পাল্টা খেলতে নেমে ক্রিকেট অনুরাগী দল ২৮.২ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের হয়ে সৃজন দেব ৩৩, অয়ন রায় ৫২ রানে অপরাজিত এবং দিগ্বিজয় দেববর্মা ১৪ রানে অক্ষত থেকে দলকে জয় এনে দিতে সক্ষম হয়। ৫ উইকেট অক্ষত রেখে জয়ের সফলতা অর্জন করে নিলো ক্রিকেট অনুরাগী দল।