BRAKING NEWS

নাইডু ট্রফি : আজ থেকে পিটিএজি-তে ত্রিপুরা ওড়িশা ম্যাচ, প্রস্তুতি চূড়ান্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি।। প্রস্তুতি চূড়ান্ত। আগামীকাল থেকে কর্নেল সি কে নাইডু ট্রফির ত্রিপুরা ও ওড়িশার ম্যাচ শুরু হচ্ছে নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। মরশুমের প্রথম পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়ে। ২১-‌২৪ জানুয়ারি হবে ম্যাচ। ওই ম্যাচে ত্রিপুরা খেলবে ওড়িশার বিরুদ্ধে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। দুদলই এখনও পয়েন্টের মুখ দেখেনি। ফলে প্রথম পয়েন্টের জন্য ঝাপাবে দুদলই। শুক্রবার দুদলই প্রস্তুতি শুরু করলো। সফররত ওড়িশা দল সকালে অনুশীলন করলেও স্বাগতিক ত্রিপুরা অনুশীলন করে দুপুরে। ওড়িশার বিরুদ্ধে ম্যাচের জন্য ত্রিপুরা দলে ৪ টি পরিবর্তন আনা হলো। অনূর্ধ্ব-‌১৯ ত্রিপুরা দলের অধিনায়ক দ্বীপজয় দেব, শুভম সূত্রধর, শচীন শর্মা এবং দ্বীপেন বিশ্বাসকে প্রথম ১৫ জনে স্থান দেওয়া হয়। বাজে কেলার জন্য বাদ পড়েছেন আনন্দ ভৌমিক, অরিন্দম বর্মন, ইন্দ্রজিৎ দেবনাথ এবং রোহিত ঘোষ। এদিকে অনিল পরিদার নেতৃত্বে বৃহস্পতিবার রাজ্যে এসেছিলো ওড়িশার ক্রিকেটাররা। দু-‌দলই চাইছে প্রথম দুই ম্যাচের ব্যর্থতা ভুলে ঘুরে দাড়াতে। ত্রিপুরার কোচ বিশ্বজিৎ পাল বিশ্বাস করেন,”ওড়িশার বিরুদ্ধে ভালো খেলবেই ছেলেরা। এবং জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। এবার হতাশ করবে না”। এদিকে ওড়িশা শিবিরও ভালো খেলা নিয়ে যথেষ্ট আশাবাদী। ‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *