ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি।। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল অনুমোদিত সবকটি ইভেন্টের রাজ্য অ্যাসোসিয়েশনগুলো একজোটে রাজ্য ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে ইতোমধ্যে নিজেদের কর্মসূচিতে আরো গতি আনতে চলেছে। আজ, শুক্রবার দুপুরে এনএসআরসি-র চেস হল-এ এক বিশেষ বৈঠকে সবকটি রাজ্য সংস্থার প্রতিনিধিবর্গের উপস্থিতিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপ-অধিকর্তা, সহ- অধিকতা, স্পোর্টস কাউন্সিলের সচিব, যুগ্ম সচিব, অলিম্পিক এসোসিয়েশনের কার্যকরী প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি প্রমূখ উপস্থিত থেকে রাজ্য ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে সবাইকে এক জোটে এগিয়ে আসার আহ্বান জানান। দপ্তরের উপ-অধিকর্তা সমীর দেববর্মা প্রতিটি সংস্থাকে স্পোর্টস এক্ট অনুযায়ী নির্দিষ্ট গঠন প্রক্রিয়া অনুসরণে কমিটি গঠন থেকে শুরু করে কার্যক্রম এগিয়ে নিতে আহ্বান জানান। ইতোমধ্যে স্পোর্টস কাউন্সিল অনুমোদিত বিভিন্ন ইভেন্টের রাজ্য সংস্থাগুলোকে অনুদান হিসেবে ত্রিশ হাজার টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত প্রদান করার প্রেক্ষাপট তুলে ধরে তা কার্যক্রমে যথাযথ ভূমিকা নিতে উল্লেখ করেন।