নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.) : উত্তর দিল্লির ডিআরডিও অফিসে একটি বিশাল অগ্নিকাণ্ড ঘটেছে। এক পুলিশ আধিকারিক এই তথ্য জানিয়েছেন। শুক্রবার দুপুরের এই অগ্নিকান্ডে হতাহতের কোনও খবর মেলেনি। দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানা গিয়েছে।
ডিআরডিও ভবনের ষষ্ঠ তলায় একটি মিটিং হলে আগুন লাগার সঙ্গে সঙ্গেই সব কর্মচারী ভবন ছেড়ে বেরিয়ে পড়েন বলেই প্রাণরক্ষা সম্ভব হয়। বিশাল এই অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনতে ১২টি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হয়। দমকলের এক আধিকারিক জানান দুপুর ১ টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

