ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি।। ভারতীয় ফুটবল দলে ডাক পেলো ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলার জন জমাতিয়া। ভারতীয় দলের জার্সি গায়ে জড়ানোর দারুন সুযোগ পাচ্ছে ত্রিপুরা স্পোর্টস স্কুলের এই শিক্ষার্থী। জন জমাতিয়াকে অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. প্রফেসর মানিক সাহা। তিনি নিজের সামাজিক মাধ্যমে জনকে অভিনন্দন জানালেন। গোটা রাজ্যের জন্য এটা একটা বিশাল বড় প্রাপ্তি। সুব্রত মুখার্জি কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ভারতীয় দলের হয়ে খেলার জন্য নির্বাচিত হয়েছে জন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব ১৭ এলিট ইয়ুথ লীগে ভারতীয় দলের হয়ে খেলার জন্য জন জমাতিয়াকে প্রশিক্ষণ পর্বে পাঠানোর জন্য চিঠি এসেছে ত্রিপুরা স্পোর্টস স্কুলের কাছে। গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নয়াদিল্লী এবং ব্যাঙ্গালুরুতে আয়োজিত বয়স ভিত্তিক এস এম কাপ জাতীয় বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচক মণ্ডলী ত্রিপুরার জন জমাতিয়াকে বাছাই করে নিলো।।নিঃসন্দেহে রাজ্যের ফুটবল জগতে এটি একটি দারুণ খবর।