ধর্মনগরে নর্থ পয়েন্ট টুয়েল্ভ ক্লাস স্কুল এর বার্ষিক পুরস্কার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ জানুয়ারি: ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় নর্থ পয়েন্ট টুয়েল্ভ ক্লাস স্কুল এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিকাল ৫ঃ৩০ মিনিটে প্রদীপ প্রজ্জ্বলন ও বৃক্ষে জল অর্পণের মধ্য দিয়ে  শুভারম্ভ করেন ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, চন্দ্রপুর গাঁও পঞ্চায়েতের প্রধান ঝুমা সূত্রধর, সমাজসেবী শ্যামল নাথ, নর্থ পয়েন্ট টুয়েল্ভ ক্লাস স্কুলের অধ্যক্ষ শশাঙ্ক শেখর দাস এবং বিদ্যালয় পরিচালন কমিটির প্রেসিডেন্ট ডঃ রজত ভট্টাচার্য, ভাইস প্রেসিডেন্ট দেবব্রত চক্রবর্তী, সেক্রেটারি দেবময় ভট্টাচার্য এবং ট্রেজারার রাহুল বন্দোপাধ্যায়।

 প্রথমার্ধের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত সরস্বতী বন্দনার মধ্য দিয়ে রকমারি সাংস্কৃতিক অনুষ্ঠানের সুচনা হয়। একে একে অনুষ্ঠিত হয় ছাত্র-ছাত্রীদের দ্বারা গণেশ বন্দনা, হঝা গিরি নৃত্য,  বিবেকানন্দ বন্দনা, মনিপুরী নৃত্য, বিহু নিত্য,  গণেশ বন্দনা এবং লোকনৃত্য ।

সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিভিন্ন জাতি গোষ্ঠীর সংস্কৃতিকে অবলম্বন করে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সংগীত শিক্ষক সুব্রত চক্রবর্তী এবং নিত্য শিক্ষিকা অনিন্দিতা দাস। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে  অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববন্ধু সেন শুরুতেই নর্থ পয়েন্ট টুয়েল্ভ ক্লাস স্কুলের এই উদ্যোগের ভুয়শী প্রশংসা করেছেন।

তিনি আরো বলেন, বর্তমানে আমাদের ধর্মনগর মহকুমায় সরকারি এবং বেসরকারি ২৮টি সিবিএসসি  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে। ৫৬ ধর্মনগর বিধানসভা এলাকার মধ্যে রয়েছে প্রায় ১৩টি, এর মধ্যে নর্থ পয়েন্ট একটি।

বর্তমানে রাজ্যের শিক্ষা ব্যবস্থার আমুল উন্নয়ন সাধনের প্রসঙ্গ তুলে ধরেন তিনি নিজ বক্তব্যে।