বেঙ্গালুরু, ১৯ জানুয়ারি (হি.স.) : নির্মীয়মান বেসরকারি স্কুলের একাংশ ভেঙে বিপত্তি ৷ ঘটনায় মৃত্যু হয়েছে বাংলার ২ শ্রমিকের৷ গুরুতর অবস্থা আরও ২ জনের৷
বেঙ্গালুরুর ব্যাদারহল্লী মেইন রোডে দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। নবীন নামে এক শ্রমিক বলেন, “এদিন সকালে কাজ শুরু করা হয় ৷ কিন্তু তার পর এই দুর্ঘটনা ঘটে৷” এসপি মল্লিকার্জুন বালাদান্ডি বলেন, “একটি বিদ্যালয় ভবনের একতলা নির্মাণের সময় মাঝখানের অংশ আচমকা ধসে পড়ে। প্রায় ২৫ জন শ্রমিক কাজ করছিলেন। এ ঘটনায় পশ্চিমবঙ্গের দু’ই শ্রমিকের মৃত্যু হয়েছে। বাকি ১১ জনকে আনেকাল হাসপাতালে ভরতি করা হয়েছে ৷”
তিনি বলেন, “গুরুতর দু’জনকে নিমহানস হাসপাতালে ভরতি করা হয়েছে। সিমেন্ট কংক্রিট বসানোর পরপরই স্টিলের বারগুলো ঠিকমতো স্থাপন না করায় ভবনের মাঝখানের অংশ ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে৷ ১৫ জন কংক্রিট বিছানোর কাজে নিয়োজিত ছিলেন। অন্যরা নীচে দাঁড়িয়ে অন্যদের কাজে সাহায্য করছিলেন। ইতিমধ্যই শ্রমিকদের উদ্ধার করা হয়েছে।”
পুলিশ ইতিমধ্যেই মৃত বাংলার দুই শ্রমিকের পরিচয় প্রকাশ্যে এনেছে৷ একজন হলেন শাহিদ (৩১) অপরজন মিনার বিশ্বাস ৷ পাশাপাশি যাঁরা আহত হয়েছেন তাঁদের প্রত্যেকে উত্তর ভারত ও উত্তর কর্ণাটকের বাসিন্দা বলে জানা গিয়েছে৷
পুলিশ সূত্রে খবর, প্রতিদিনের মতো এদিনও সকালে বেসরকারি স্কুলভবন তৈরির কাজ করতে উপস্থিত হন শ্রমিকেরা৷ কাজ করতে করতে আচমকাই স্কুলের দ্বিতীয় তলের মাঝখানটা ভেঙে পড়ে৷ সেই জায়গায় তখন ১৫ জন শ্রমিক কাজ করছিলেন৷ ধ্বংসস্তুপে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজন শ্রমিকের৷ পুলিশের অনুমান, অতিরিক্ত ভার নিতে না পারায়, বিল্ডিংয়ের ওই তল ভেঙে পড়েছে৷