আচমকাই আবহাওয়ার পরিবর্তন, বরফের চাদরে ঢাকা পড়ল কেদারনাথ ধাম

রুদ্রপ্রয়াগ, ১৮ জানুয়ারি (হি.স.): আচমকাই আবহাওয়া বদলে গেল কেদারনাথে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের কেদারনাথ ধামের উঁচু পার্বত্য এলাকায় অবিরাম তুষারপাত হয়েছে, তুষারপাত শুরু হয় বুধবার সন্ধ্যা থেকেই।

তুষারপাতের পর অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠেছে বাবা কেদারনাথ ধাম। কেদারনাথ ধামে প্রায় ৩ ইঞ্চি পর্যন্ত বরফ জমে যায়, পাহাড় ঢেকে গিয়েছে বরফের চাদরে। এদিকে, তুষারপাতের সঙ্গে সঙ্গে ঠান্ডাও অনেকটাই বেড়েছে কেদারনাথ ধামে। বৃহস্পতিবার সকালে দেখা যায়, চারিদিকে শুধু বরফ আর বরফ!