ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি।। অংশুমান ও অনিকেশের দুর্দান্ত ব্যাটিংয়ে কুপোকাত দশমীঘাট প্লে সেন্টার। বৃহস্পতিবার ডক্টর বি আর আম্বেদকর মাঠে প্রগতি প্লে সেন্টার ৯৬ রানের ব্যবধানে হারিয়ে দিলো দশমীঘাট দলকে। টস জিতে দশমীঘাট দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সুযোগটাকে দারুন ভাবে কাজে লাগায় প্রগতির ব্যাটসম্যানরা। নির্ধারিত ৪৫ ওভারে প্রগতির স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ২৩৯ রান। ব্যাট হাতে দলের পক্ষে অনিকেশ বিশ্বাস সর্বাধিক ৬৩ রান করে। এছাড়া অংশুমান নন্দী৫০, মাহির্নব লস্কর ৪১,শ্রেষ্ঠাংসু দেব ২৯, আয়ুশ সরকার ১৩ রান করে। অতিরিক্ত ভরসা দেয় ২১ রানের। বল হাতে দশমীঘাটের পক্ষে চারটি উইকেট নেয় আরাফত হোসেন। একটি করে উইকেট নেয় সুরজিৎ পাল, আরশাদ খান, রণবীর দাস, জয়ন্ত সাহারা।জয়ের জন্য দশমীঘাট দলের সামনে টার্গেট দাঁড়ায় ২৪০ রানের। যাকে তাড়া করতে নেমে দল ৪৫ ওভারে শেষ পর্যন্ত ১৪৩ রানই করতে সক্ষম হয়। ব্যাটে দলের হয়ে প্রশান্ত বিশ্বাস ৪০,আরাফাত হোসেন অপরাজিত ৩১, সুরজিৎ পাল নট আউট ১৭, দেবজিত দাস ১২ রানই করতে সক্ষম হয়। প্রগতির হয়ে শিবরাজ ভট্টাচার্য তিনটি, আয়ুশ সরকার দুটি এবং একটি করে উইকেট নেয় অংশুমান নন্দী, ইয়াশ দেববর্মারা।
2024-01-18