শুক্রবার শুরু ক্রিকেট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : একনজরে ভারতের খেলার সময়সূচি ও যাবতীয় তথ্য

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫ তম আসর শুক্রবার বসছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। আসরের উদ্বোধনী ম্যাচে অংশ নেবে আয়ারল্যান্ড ও আমেরিকা। আর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি। ১৬ টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের আসরটি। দলগুলো চারটি গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বের ম্যাচগুলো খেলবে। আসরজুড়ে মোট ৪১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

গ্রুপ ‘এ’ তে রয়েছে বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

গ্রুপ ‘বি’ তে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

গ্রুপ ‘সি’ তে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নামিবিয়া ও জিম্বাবুয়ে এবং

গ্রুপ ‘ডি’ তে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও নেপাল।

দক্ষিণ আফ্রিকার ৫ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ভারতীয় সময় দুপুর ১.৩০ মিনিটে শুরু হবে সবগুলো ম্যাচ।

একনজরে ভারতের ম্যাচের সূচি:

২০ জানুয়ারি:

ভারত বনাম বাংলাদেশ, মানগাং ওভাল, ব্লুমফন্টেইন

২৫ জানুয়ারি:

ভারত বনাম আয়ারল্যান্ড মানগাং ওভাল, ব্লুমফন্টেইন

২৮ জানুয়ারি:

ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র মানগাং ওভাল, ব্লুমফন্টেইন