শীত ও কুয়াশায় নাজেহাল দিল্লি, দৃশ্যমানতা কমে প্রভাবিত রেল ও বিমান পরিষেবা

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): কাঁপুনি ধরানো শীত ও ঘন কুয়াশা থেকে এখনও রেহাই পেল না দিল্লি-সহ গোটা উত্তর ভারত। বৃহস্পতিবারও ঠান্ডায় কেঁপেছে জাতীয় রাজধানী দিল্লি, একইরকম ঠান্ডা ছিল উত্তর ভারতের অন্যান্য রাজ্যগুলিতেও। পাশাপাশি ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়েছে স্বাভাবিক জনজীবন। বৃহস্পতিবার সকাল ৬.৩০ মিনিট পর্যন্ত দিল্লি বিমানবন্দরে দৃশ্যমানতা ছিল ৫০-১০০ মিটারের মধ্যে, ফলে বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। পরে অবশ্য ঘন কুয়াশা কিছুটা কেটে যায়।

ঘন কুয়াশার কারণে এদিন বিঘ্নিত হয়েছে রেল পরিষেবাও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিগামী মোট ১৮টি ট্রেন এদিন বিলম্বে চলাচল করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে জম্মু তাওয়াই-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, চেন্নাই-নতুন দিল্লি এক্সপ্রেস, কামাখ্যা-দিল্লি জংশন এক্সপ্রেস প্রভৃতি। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টাও দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে, বজায় থাকবে শৈত্যপ্রবাহের পরিস্থিতিও।