তিন মাস ধরে বন্ধ অবসরপ্রাপ্ত গৃহরক্ষী বাহিনীর পেনশন ভাতা, মুখ্যমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করুক, দাবি তাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি : অবসরপ্রাপ্ত গৃহরক্ষী বাহিনীর কর্মীদের মধ্যে তিন মাস ধরে পেনশন না পায় ক্ষোভ দেখা দিয়েছে। নভেম্বর, ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি মাস চলছে ৩ মাস যাবত রাজ্য সরকারের দেহরক্ষী বাহিনীর অবসরপ্রাপ্তদের যে পেনশন দেওয়া হয় তা একাউন্টে না ঢোকায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আগে তাদেরকে দেওয়া হতো মাসে ৭০০ টাকা করে। পরবর্তী সময়ে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ৭০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে এই পেনশন বা ভাতা ২৫০০ টাকা করা হয়। এমনিতেই পাওয়া যায় মাত্র আড়াই হাজার টাকা তার ওপর তিন মাস যাবত এক টাকা ও একাউন্টে না ঢোকায় বিপন্ন হয়ে পড়েছে অবসরপ্রাপ্ত গৃহরক্ষী বাহিনীর কর্মীরা।

তারা তাদের প্রাপ্য মাসিক টাকা পাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে আবেদন জানিয়েছে যাতে তাদের জমানো মাসিক টাকা এবং প্রতি মাসের টাকা যথাসময়ে পেয়ে যায়। প্রত্যেকেরই ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে একাউন্ট রয়েছে। বারে বারে একাউন্টে গিয়ে টাকা ঢুকেছে কিনা খোঁজ করে হতাশ হয়ে বাড়ি ফিরছেন।

জানা গেছে, রাজ্যে এরূপ তিনশোর মত অবসরপ্রাপ্ত গৃহকর্মী রয়েছে। এতদিন যাবত প্রতিমাসের ২০ তারিখ থেকে ২৪ তারিখের মধ্যে একাউন্টে টাকা ঢুকে যেত। কিন্তু নভেম্বর, ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি মাসের ১৭ তারিখ অতিক্রান্ত হয়ে গেলেও এক টাকা ও একাউন্টে না ঢুকায় তীব্র আর্থিক সংকটে ভুগছেন তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী যেন অতিদ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করে তাদের প্রাপ্ত অর্থ পাইয়ে দেন তার দাবি জানিয়েছেন তারা।