কলকাতা, ১৭ জানুয়ারি (হি.স.) : কালীঘাটে আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধনের দিন রামপুজো করার অনুমতি পেল বিজেপি। বুধবার হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দেন।
অভিযোগ পুলিশ প্রথমে বিজেপি-কে অনুমতি দেয়নি। এর পর বিজেপির প্রচার শাখার প্রধান তুষারকান্তি ঘোষ রামের পুজোর অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। আদালত বিজেপিকে ওই দিন রামপুজোর অনুমতি দিয়েছে। তবে পুজোর স্থান এবং সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বিজেপির তরফে ঠিক যেখানে রামপুজো করতে চাওয়া হয়েছিল, সেখানে পুজো করার অনুমতি মেলেনি।
জায়গাটিতে পুজোয় অনুমতি দিতে আপত্তি জানায় রাজ্য। তাদের বক্তব্য, রাস্তা আটকে পুজো করা হলে সাধারণ মানুষের সমস্যা হবে। এর পরে আদালত ওই রাস্তা বাদ দিয়ে পার্কে পুজো করার অনুমতি দিয়েছে। বুধবার হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, আগামী ২২ শে কালীঘাটের দেশপ্রাণ শাসমল পার্কে রামপুজোর আয়োজন করতে পারবে বিজেপি। তবে, সারা দিন ধরে পুজো করা যাবে না। আদালত জানিয়েছে, ২২ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত পার্কের একাংশে রামপুজো করা যাবে।