নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৭ জানুয়ারি : ধর্ষণের অভিযোগে অমিত দেবনাথ(৩০) নামে এক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে কমলপুর অতিরিক্ত দায়রা আদালতের বিচারক সূর্যদেও সেন। ১০ বছরের সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।
এই বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে কমলপুর অতিরিক্ত দায়রা আদালতের আইনজীবি ইন্দুভূষণ দেব জানিয়েছেন, গত ২২-৪-১৮ তারিখে ৩০ বছর বয়সী এক মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করেছে অমিত দেবনাথ। নির্যাতিতার বাড়ীর পাশের এক লুঙ্গায় এই ঘটনাটি সংঘটিত হলে নির্যাতিতার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাটি প্রত্যক্ষ করেছে। পরবর্তীতে সালেমা থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ জানালে পুলিশ ৩৭৬(২) ধারায় অভিযুক্ত অমিত দেবনাথের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করে। আজ কমলপুর অতিরিক্ত দায়রা আদালতের বিচারক সাক্ষ্যবাক্য ও প্রয়োজনীয় তথ্যাদি বিবেচনা করে অমিত দেবনাথকে দোষী সাব্যস্ত করেছে এবং ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের জেল হাজতের আদেশ দিয়েছেন।