ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি।। রাজধানীর শহর দক্ষিনাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শংকরাচার্য বিদ্যায়তনের পাঁচ দিন ব্যাপী হীরক জয়ন্তী উৎসবের তৃতীয় দিনে বুধবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে সুসজ্জিত মার্চ পাস্ট করে ছাত্রীরা। খেলোয়াড়দের পক্ষে শপথ বাক্য পাঠ করে সুরাঞ্জলী চক্রবর্তী। বক্তব্য রাখতে গিয়ে বিদ্যায়তনের খেলাধুলার প্রসারে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন ক্রীড়ামন্ত্রী। তিনি আশা হীরক জয়ন্তী উৎসবের খেলাধুলার আয়োজনের প্রশংসাও করেন। অনুষ্ঠানে দ্রোনাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী, ক্রীড়া অধিকর্তা সত্যব্রত নাথ ও সমাজ সেবক অসীম ভট্টাচার্য বক্তব্য রাখেন। ছিলেন ত্রিপুরা গ্রামীন ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, বিদ্যালয় পরিচালন কমিটির সচিব দুলাল সাহা ও প্রধান শিক্ষিকা শবরী সাহা। পৌরহিত্য করেন পরিচালন কমিটির সভাপতি স্বপন কুমার দাস। স্বাগত ভাষন দেন শিক্ষিকা পপি সাহা। অনুষ্ঠানে পিরামিড, রিদমিক যোগা, জিমন্যাস্টিক্স ও ক্যারাটে প্রদর্শন করা হয়। পরে ছাত্রীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। বিদ্যালয়ের শিক্ষিক শিক্ষিকা সহ পরিচালন কমিটির সদস্য সদস্যা, প্রাক্তণীরা সহ অভিভাবিকারাও বিভিন্ন খেলায় অংশ নেন। সবশেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার হিসেবে সুদৃশ্য পদক তুলে দেয়া হয়। এই ক্রীড়ানুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। গোটা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী তথা বিদ্যালয়ের শিক্ষিকা অপরাজিতা মজুমদার।