নিজস্ব প্রতিনিধি, অমরপুর, ১৭ জানুয়ারি : বকেয়া মজুরির দাবীতে নগর পঞ্চায়েতের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা। ঘটনাটি ঘটেছে অমরপুর নগর পঞ্চায়েতে বুধবার। এদিন সকাল ৭ টা থেকে নগর পঞ্চায়েতের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। এদিকে বিক্ষোভের খবরে ঘটনাস্থলে ছুটে এসেছেন বীরগঞ্জ থানার পুলিশ ও নগর পঞ্চায়েতের আধিকারিকেরা। তাদের বুঝিয়েও আন্দোলন বন্ধে একপ্রকার ব্যর্থ হয়েছেন আধিকারিকেরা।
আন্দোলনকারীদের অভিযোগ তারা প্রতিদিন নগর পঞ্চায়েত এলাকার বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্রহ করে এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখছেন। শীত, গ্রীষ্ম, বর্ষা সবকিছুকেই উপেক্ষা করে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। তবে তাদের বেতন দিতে গেলে প্রতি মাসের তাল বাহানা করেন নগর পঞ্চায়েতের আধিকারিকরা। বার বার আধিকারিকদের সঙ্গে কথা বলেও মিলছে না সুরাহা। তাই বাধ্য হয়ে এদিন তারা মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। যদিও দীর্ঘ সময় পরে নগর পঞ্চায়েতের আধিকারিকদের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন সাফাই কর্মীরা।