ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি।। লড়াই বিফলে গেল জুটমিল প্লে সেন্টারের। জয়ের মুখ আর দেখা সম্ভব হলো না। টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৫ ক্রিকেটে বুধবার নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে এগিয়ে চলো সংঘ ৩৩ রানের ব্যবধানে হারিয়ে দিলো জুয়েলস কোচিং সেন্টারকে। টস জিতে এগিয়ে চলো সংঘ শিবির প্রথমে ব্যাট করার সিধান্ত নেয়। সুবাদে ৪০ ওভার খেলে ৮ উইকেটের বিনিময়ে দলের স্কোর দাঁড়ায় ১৬১ রানে। ব্যাট হাতে দলের পক্ষে মাহিন চৌধুরী সর্বাধিক ৫৭ রান করে। তার এই ইনিংসে ৯ টি চারের মার শামিল রয়েছে। এছাড়া ময়ুক চৌধুরী ৩৫, রাজদীপ সিনহা ২২, স্নেহাংশু রায় ২২ রান করে। অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ১৫ রানের। বল হাতে জুটমিলের পক্ষে দুটি করে উইকেট নেয় আয়ুশ দত্ত, গৌরব রাজ সাহা ও অভ্ৰ কান্তি মোদকরা। একটি করে উইকেট নেয় নিলেশ দাস, কৃষ ভৌমিকরা। জয়ের জন্য জুটমিলের সামনে টার্গেট দাঁড়ায় ১৬২ রানের। যাকে তাড়া করতে নেমে দল শেষ পর্যন্ত ৪০ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ১২৮ রানই করতে সক্ষম হয়। ব্যাটে জুটমিলের পক্ষে গৌরব রাজ সাহা উল্লেখযোগ্য মেজাজে ৫০ রান করে। এছাড়া এমডি জাফর ২০, নিলেশ দাস ১৫ রান করতে সক্ষম হলে ও বাকিরা আর কেউই ভরসা যোগাতে পারেনি। সুবাদে ৩৩ রানের ব্যবধানে ম্যাচে পরাজয় হজম করতে হয় জুটমিল প্লে সেন্টারকে। বলে এগিয়ে চলোর পক্ষে মাহিন চৌধুরী একাই ৪ টি উইকেট নেয়। এছাড়া দুটি করে উইকেট নেয় নীল দেববর্মা, চন্দ্র শান্ত গোস্বামীরা।