ছোটদের ক্রিকেটে মৌচাক পর্যুদস্ত জয়ের হ্যাট্রিক চাম্পামুরা পি.সি-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি।। চাম্পামুরার রানের পাহাড়। পাহাড় সম রানে চাপা পড়ে গেল মৌচাকের ইনিংস। বুধবার টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৩ ক্রিকেটে ডক্টর বি আর আম্বেদকর মাঠে ১৭২ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করলো চাম্পামুরা কোচিং সেন্টার। এদিন টসে জয়লাভ করে চাম্পামুরা শিবির প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সুযোগটাকে দারুণভাবে কাজে লাগালো দলের ব্যাটসম্যানরা। ব্যাট হাতে চাম্পামুরার পক্ষে সবচেয়ে বেশি রান করে সন্দীপন দাস ৬৭ রান করে। তার এই ইনিংসে ১২ টি চারের মার শামিল রয়েছে। এছাড়া মইনাক সাহা ৪৮, সায়ন পাল ৩৪, অধি দেবনাথ ২৫, অর্কজিত সাহা ১৮, দেবাশিস দাস  ১০ রান করে। অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ১৭ রানের। সুবাদে ৩৫.৫ওভারে ১০ উইকেটের বিনিময়ে চাম্পামুরার স্কোর দাঁড়ায় ২৩২ রানে। বলে মৌচাকের পক্ষে তিনটি করে উইকেট নেয় আইজেক দেববর্মাও স্নেহাংশু রায়রা। এছাড়া একটি করে উইকেট নেয় রোহিত বর্মণ, অরিজিৎ সরকার। জেতার জন্য মৌচাকের সামনে টার্গেট দাঁড়ায় ২৩৩ রানের। যাকে তাড়া করতে নেমে ২৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৬০ রানে থেমে যায় মৌচাকের রানের দৌড়। ব্যাটে মৌচাকের হয়ে কৌশিক দাস ১২, হৃতিক দেববর্মা ১০, আইজেক দেববর্মা ১২রানই করতে সক্ষম হয়। বলে চাম্পামুরার হয়ে তিনটি করে উইকেটে হাত পাকায় আকাশ দেবনাথ, সন্দীপন দাসরা। দুটি উইকেট সংগ্রহ করে আরমানুর রহমান। সুবাদে বিশাল রানের ব্যবধানে জয় আদায় করে নিলো চাম্পামুরা কোচিং সেন্টার।