মালদায় পাইপগান–সহ ধৃত এক

মালদা, ১৬ জানুয়ারি (হি.স.): পাইপগান–সহ একজনকে গ্রেফতার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। ধৃতর নাম খোকন মন্ডল। তার বাড়ি কালিয়াচক থানার জালালপুরের জামিরঘাটা এলাকায়। সোমবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে জামিরঘাটা রোড থেকে আগ্নেয়াস্ত্র সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

ধৃত খোকন মন্ডলের কাছ থেকে পাওয়া যায় একটি পাইপগান এবং এক রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা যায়, এই খোকন মন্ডলকে মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।