ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে বার্সাকে উড়িয়ে মধুর প্রতিশোধ নিল রিয়াল

রিয়াদ, ১৫ জানুয়ারি (হি.স.): মধুর প্রতিশোধ- এই কথাটা বলতে পারেন রিয়াল মাদ্রিদ ফ্যানরা। গতবার এই আসরের ফাইনালে বার্সা রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয়েছিল আর এবার বিধ্বস্ত হতে হলে তাদের! খেলা সবে শুরুই বলা যায়।ম্যাচের ১০ মিনিটও হয়নি।এই তিন মিনিটেই বাজিমাত করল রিয়াল। এই সময়ের মধ্যেই দু’দুবার বার্সেলোনার জালে বল পাঠালেন ভিনিসিউস জুনিয়র। আর এখানেই শেষ কাতালান দলটি। আর ম্যাচে ফিরতে পারল না। দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে স্প্যানিশ সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার করল তারা।

সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে রবিবার রাতে ফাইনালে ৪-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। গত বছর এই রিয়াদেই বার্সার কাছে ৩-১ গোলে হেরেছিল রিয়াল। প্রথমার্ধে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন ভিনিসিউস। রদ্রিগো করেন দলের চতুর্থ গোলটি। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন রবের্ত লেভানদোভস্কি। গত বছর স্প্যানিশ সুপার কাপের রেকর্ড ১৪তম শিরোপা জিতেছিল বার্সেলোনা। এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে কমাল ব্যবধানও। এটি রিয়াল মাদ্রিদের ১৩তম শিরোপা।