তেলিয়ামুড়া, ১৪ জানুয়ারি: পুলিশের গাঁজা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। রবিবার গাঁজা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে পুলিশ।
সংবাদ সূত্রে জানা যায়, দূরপাল্লার লরি থেকে তেলিয়ামুড়া থানার পুলিশ ১০০ কেজি শুকনো গাঁজা আটক করা হয়েছে।
জানা যায়, অভিযানে হাওয়াইবাড়ি নাকায় তল্লাশি চালিয়ে দূরপাল্লার লরি থেকে বাজেয়াপ্ত করা হয় গাঁজা। সেই সঙ্গে আটক হয় লরি চালক। জানা গেছে টিআর ০১ এএস ১৭০৮ নম্বরের গাড়িটি আগরতলা থেকে রওয়ানা হয়েছিল।
এদিন লরিতে তল্লাশি চালিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ১০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। পুলিশ জানায়, দূর পাল্লার লরির তেলের ট্যাঙ্কার ব্যবহার করে অভিনব পদ্ধতিতে এই গাঁজাগুলো নিয়ে যাওয়া চেষ্টা করা হয়েছিল।
আটককৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষাধিক টাকা বলে পুলিশ জানায়। পুলিশ বিশালগড়ের জনৈক অনুপ সরকার নামে অভিযুক্ত লরি চালককে আটক করেছে। সংশ্লিষ্ট গাঁজা উদ্ধারের ব্যাপারে উপযুক্ত তদন্ত করছে বলে দাবি পুলিশের।