আইজল, ১৪ জানুয়ারি (হি.স.) : ৫.৬৩ কোটি টাকার ড্রাগস ও বিদেশি সিগারেটের পর মিজোরামে আজ রবিবার আরও ৫০ লক্ষ টাকার বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে আসাম রাইফেলস এবং কাস্টমস বিভাগ।
গতকাল শনিবার মিজোরামের চামরাই জেলার অন্তর্গত মায়ানমার সীমান্তবর্তী জোখাওথা গ্রামে পরিচালিত অভিযানে ৫.৬৩ কোটি টাকার মাদক ও সিগারেট বাজেয়াপ্ত করেছিলেন আসাম রাইফেলস এবং কাস্টমস বিভাগের আধিকারিক-জওয়ানরা। তাঁরা দুই মহিলার হেফাজত থেকে ৪,৩৯,৬০,০০০ টাকার ৬২৮ গ্রাম হেরোইন এবং ৯৫টি কাৰ্টুনে ১,২৩,৫০,০০০ টাকার বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছিলেন।
আজ রবিবারও একইভাবে এক অভিযান চালিয়ে আসাম রাইফেলস এবং কাস্টমস বিভাগের আধিকারিক-জওয়ানরা ৩৯ কার্টুন থেকে ৫০.৭০ লক্ষ টাকার বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছেন। সিগারেটগুলি একটি গোপন স্থানে মজুত রাখা ছিল।