আগরতলা, ১২ জানুয়ারি: যুবশক্তিই আমাদের মূল চালিকাশক্তি। আজ বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে আয়োজিত স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন তিনি বলেন, সংস্কৃতি-পরম্পরাকে সামনে রেখে স্বামীজীর আদর্শ এবং সংহতির বার্তায় যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
এদিন ওই কার্য্যক্রমে স্বামীজীর মূর্তির আবরণ উন্মোচন করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে সংবর্ধনা প্রদান করেছেন।

