আগরতলা, ১১ জানুয়ারি : উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক মৃত্যুর ঘটনার তদন্তে কমিটির রিপোর্টে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তাই তিনি রাজস্ব দফতরকে পুণরায় তদন্তক্রমে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আজ এয়োদশ বিধানসভায় শীতকালীন অধিবেশনের অন্তিম দিনে শূণ্যকালে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বিষয়টি উত্থাপন করেন, সাথে সিপিএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরীও যোগ দেন। তখন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দেন।
প্রসঙ্গত, গত বছর কুমারঘাটে ইসকনের আয়োজিত উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে শিশু সহ ১০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। ওই ঘটনার তদন্তে রাজ্য সরকার কমিটি গঠন করেছিল। গতকাল বিধানসভায় বিরোধী দলনেতা ওই ঘটনায় তদন্ত সম্পর্কে জানতে চেয়েছিলেন।মুখ্যমন্ত্রী বিষয়েটি তখন এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু আজ বিরোধী দলনেতা আজ শূণ্যকালে বিষয়টি পুণরায় তুলে ধরেন এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, কুমারঘাটের ওই মর্মান্তিক ঘটনার তদন্তের দায়িত্ব রাজস্ব দফতরকে দেওয়া হয়েছিল। কিন্তু তদন্ত রিপোর্ট মূল্যায়ন করে দেখা গেছে আরো বিশদে বিচার বিশ্লেষণের প্ৰয়োজন রয়েছে।
এদিন তিনি তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ওই তদন্তের রিপোর্টে অনেক খামতি রয়েছে। তাই পুনরায় দফতরকে তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন তিনি।